রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে বিদেশি জাহাজ এমভি স্যাপোডিল। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে এ জাহাজটি।
আরও পড়ুন: রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে মোংলায় দুই রাশিয়ান জাহাজ
জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট অসিম কুমার সাহা জানান, ১৬ জুলাই রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দর থেকে মালামাল নিয়ে ছেড়ে আসে এমভি স্যাপোডিল। শুক্রবার দুপুর ১টার দিকে মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে জাহাজটি। জাহাজে তিন হাজার ২৪৩ দশমিক ৩৫ মেট্রিকটন মেশিনারি পণ্য রয়েছে। বিকেল ৪টা থেকে জাহাজ থেকে পণ্য খালাসের কাজ শুরু হয়। মঙ্গলবার মোংলা বন্দর ত্যাগ করবে জাহাজটি।
তিনি জানান, জাহাজটি প্রথমে ভারতের কলকাতা বন্দরে থামে। সে দেশের আমদানি পণ্য খালাস করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে আসে।
আবু হোসাইন সুমন/আরএইচ/জিকেএস