দেশজুড়ে

আলু-ডিম-পেঁয়াজের দোকানে অভিযান, ৪ দোকানির জরিমানা

নওগাঁয় আলু-ডিম ও পেঁয়াজের দোকানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় চার ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে সহকারী পরিচালক রুবেল আহমেদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

আরও পড়ুন: বরগুনায় ৫ দোকানির জরিমানা  প্রতিষ্ঠান হলো- আতাপ আরু ভাণ্ডার, রাজ্জাক সবজি ঘর, সান্টু সবজি ঘর ও ভাই ভাই স্টোর।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক রুবেল আহমেদ বলেন, বেলা ১১টার দিকে পৌর শহরের পাইকারি ও খুচরা কাঁচা বাজারে আলু-ডিম ও পেঁয়াজের দোকানগুলোতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ ও মূল্য তালিকা প্রদর্শন না করায় চার দোকানিকে জরিমানা করা হয়। এসময় অবৈধ মজুত করা থেকে বিরত থাকার ব্যাপারে মাইকিং করে সচেতন করা হয়েছে।

আরএইচ/জিকেএস