বরগুনায় ৫ দোকানির জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৯:৪৬ এএম, ১৬ এপ্রিল ২০২৩

বরগুনা পৌরশহরে পাঁচ দোকানির ১১ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (১৫ এপ্রিল) বেলা ১১টার দিকে এ অভিযান পরিচালনা করেন বরগুনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস।

বরগুনায় ৫ দোকানির জরিমানা

ভোক্তা অধিদপ্তর সূত্রে জানা যায়, রমজান ঘিরে বেশি লাভের আশায় কিছু অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি ও বিভিন্ন অনিয়ম করেন। এমন অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এ সময় তিন প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে বরগুনা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস জাগো নিউজকে বলেন, রমজান মাসকে কেন্দ্র করে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি ও ব্যবসায়ীদের বিভিন্ন অনিয়ম বন্ধ করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে।

এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।