বার্ষিক বনভোজন উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলায় আগামীকাল বৃহস্পতিবার পর্যটকবাহী জিপ, মাইক্রোবাস ও পিকআপ যান চলাচল বন্ধ থাকবে। জিপ, মাইক্রোবাস ও পিকআপ শ্রমিক কার্যালয় সূত্রে জানা যায়, ২৪শে মার্চ বৃহস্পতিবার বান্দরবান মেঘলা পর্যটন কমপ্লেক্সে জিপ, মাইক্রোবাস ও পিকআপ শ্রমিক ও মালিকদের বার্ষিক বনভোজন আয়োজন উপলক্ষে এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে বান্দরবান-চট্টগ্রাম-ঢাকা ও দূর পাল্লার সকল যান চলাচল চালু করবে। এ বিষয়ে আরও জানা যায়, যে সকল পর্যটক নিজস্ব গাড়ি নিয়ে বান্দরবানে আসবে তারা স্থানীয় পর্যটন স্পটগুলোতে যাতায়াত করতে পারবে। বান্দরবান জীপ, মাইক্রোবাস ও পিকআপ মালিক সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর জানান, উক্ত আয়োজনে পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর ও বান্দরবানের ব্রিগেডিয়ার কমান্ডারের বনভোজনে উপস্থিত থাকার কথা রয়েছে। প্রসঙ্গত, বান্দরবানের প্রধান পর্যটনকেন্দ্র নীলগিরি, নীলাচল, মেঘলা, শৈলপ্রপাত,চিম্বুক, রুমা ও থানচি উপজেলার সকল পর্যটন কেন্দ্রে পর্যটকদের যাতায়াতের একমাত্র মাধ্যম জিপ, মাইক্রোবাস ও পিকআপ।সৈকত দাশ/এফএ/পিআর