খেলাধুলা

সবার আগে চীনে বাংলাদেশ ফুটবল দল

বাংলাদেশ কন্টিনজেন্টের প্রথম দল হিসেবে চীন গেছেন ফুটবলাররা। শনিবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা গেমসের শহর হাংজুতে পৌঁছেছেন। হাংজু থেকে দলের ম্যানেজার বিজন বড়ুয়া বলেছেন, বেলা ১টার দিকে আমরা এখানে এসেছি।

২৩ সেপ্টেম্বর আনুষ্ঠানিক উদ্বোধন হবে এশিয়ান গেমস। ফুটবল দিয়ে মাঠের লড়াই শুরু হয়ে যাচ্ছে আগেই। বাংলাদেশ প্রথম মাঠে নামবে ১৯ সেপ্টেম্বর। প্রতিপক্ষ মিয়ানমার।

পুরুষ ফুটবলে বাংলাদেশ পড়েছে 'এ' গ্রুপে। অন্য দুই দল ভারত ও স্বাগতিক চীন। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ২১ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে এবং গ্রুপের শেষ ম্যাচ স্বাগতিক চীনের বিপক্ষে ২৪ সেপ্টেম্বর।

২০১৮ সালে ইন্দোনেশিয়ায় অনু্ষ্ঠিত এশিয়ান গেমস ফুটবলে বাংলাদেশ প্রথমবারের মতো গ্রুপপর্ব টপকিয়ে শেষ ষোলতে উঠেছিল। এবার দ্বিতীয় রাউন্ডে ওঠার চ্যালেঞ্জ নিয়েই চীন গেছে অলিম্পিক ফুটবল দল।

এশিয়ান গেমসের দলমিতুল মারমা, মেহেদী হাসান শ্রাবন, পাপ্পু হোসেন, রহমত মিয়া (অধিনায়ক), পাপন সিং, ইসা ফয়সাল, তানভীর হোসেন, শাকিল হোসেন, মুরাদ হাসান, শাহিন আহমেদ, আবু সাইদ, শহিদুল ইসলাম, জায়েদ আহমেদ, রবিউল হাসান, ফয়সাল আহমেদ ফাহিম, রফিকুল ইসলাম, পিয়াশ আহমেদ নোভা, জাফর ইকবাল, মজিবর রহমান জনি, জাহিদ হোসেন, সুমন রেজা ও মো. রিদয়।

আরআই/এমএমআর/জেআইএম