নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়কের পাশে অবৈধ দখলকৃত প্রায় শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অবৈধ দখলদাররা প্রথমে বাধা দিলেও নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভূমিকায় পিছু হটে তারা। বুধবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।অবৈধ স্থাপনা উচ্ছেদের নেতৃত্ব দিয়েছে নারায়ণগঞ্জ জেলা নির্বাহী ম্যাজিস্ট্রট ও ফতুল্লা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) নাহিদা বারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিন জেবিন বিনতে শেখ।জানা যায়, ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় ৩০/৪০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় মুক্তিযুদ্ধের প্রতিরোধ স্তম্ভ এর আশেপাশের স্থাপনা উচ্ছেদ করে দখলমুক্ত করা হয়।অপরদিকে দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের ইসদাইরে রাস্তার পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে নাহিদা বারিক। ঝুটের দোকান, খাবার হোটেল, চায়ের দোকানসহ ৫০/৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় অবৈধ দখলদাররা উচ্ছেদে বাধা দেয়ার চেষ্টা করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা বারিকের কঠোর ভূমিকায় অবৈধ দখলদাররা পিছু হটে।নাহিদা বারিক জাগো নিউজকে জানান, ঢাকা-নারায়ণগঞ্জ সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রাস্তা প্রশস্তকরণে সড়ক ও জনপদের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।শাহাদাত হোসেন/এসএস/এমএস