জামালপুরের দেওয়ানগঞ্জে গরুর দুধে পানি মেশানোর দায়ে এক দুধ বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৭ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব হাসান। এরআগে, সকালে পৌর শহরের মুক্তিযোদ্ধা সংসদের পাশে অভিযান পরিচালনা করে এ দণ্ড দেন তিনি।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম লাল মিয়া। তিনি উপজেলার সদর ইউনিয়নের খড়মা গ্রামের মৃত তফর উদ্দিনের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে পৌর শহরের মুক্তিযোদ্ধা সংসদের পাশের এক বাড়িতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদলত। এসময় দুধ বিক্রেতা লাল মিয়াকে দুধে পানি মেশানোর সময় হাতেনাতে আটক করা হয়। এ অপরাধে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। পরে লাল মিয়ার কাছ থেকে জরিমানার ১০ হাজার টাকা আদায় ও ভবিষ্যতে এমন কাজ করবেন না মর্মে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান বলেন, লাল মিয়া দীর্ঘদিন ধরেই এ কাজ করে আসছিলেন। তিনি স্বীকার করেছেন, প্রতি ১০ লিটার গ্যালন দুধে দেড় থেকে দুই লিটার পানি মেশান তিনি।
নাসিম উদ্দিন/এসআর/জিকেএস