গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্বাচনী কাজে বাধা ও পুলিশের উপর হামলার ঘটনায় নবনির্বাচিত এক চেয়ারম্যানকে ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এ সময় একই ঘটনায় আরও ৯ জনকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়া হয়।বুধবার সকালে পুলিশ আটকদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালতের বিচারক ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার আবেদনটির শুনানী শেষে নবনির্বাচিত চেয়ারম্যান সুষেন সেনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং অপর ৯ জনকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।মঙ্গলবার নির্বাচনী কাজে বাধা ও পুলিশের উপর হামলার ঘটনায় উপজেলার গোপালপুর জোয়ারিয়া সপ্তপল্লি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে নবনির্বাচিত চেয়ারম্যান সুষেন সেনসহ ১০ জনকে আটক করে পুলিশ। হামলার সময় পুলিশের উপপরিদর্শক গনেষ বিশ্বাস গুরুতর আহত হন।এদিকে আহত পুলিশ সদস্য ও কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) গনেষ বিশ্বাস গুরুতর অবস্থায় গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোটগ্রহণ শেষে টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নের জোয়ারিয়া সপ্তপল্লি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনা শেষে দেখা যায় মেম্বার প্রার্থী সমীর মন্ডল পান ৪শ ৪৪ ভোট ও তার শিশির ঢালী পান ৪৪২ ভোট। এসময় এ ঘটনাকে কেন্দ্র করে দুই মেম্বারের সমর্থকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে ওই ইউনিয়নের আওয়ামী লীগের নবনির্বাচিত চেয়ারম্যান সুষেণ সেন তার লোকজন নিয়ে ওই ভোটকেন্দ্রে যান। এরপর চেয়ারম্যানের উপস্থিতিতে পুনরায় ভোট গণনা করা হলে দেখা যায় সমীর মন্ডল পান ৪৪২ ভোট ও শিশির ঢালী পান ৪৪৪ ভোট। এতে উত্তেজনা আরো বেড়ে যায়। খবর পেয়ে টুঙ্গিপাড়া থানা থেকে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রিজাইডিং অফিসার রেজল্ট ঘোষণা না করে পুলিশের পাহারায় ব্যালট বাক্স নিয়ে টুঙ্গিপাড়া উপজেলা হেডকোয়ার্টারের দিকে রওনা হলে উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে। এসময় ইটের আঘাতে এসআই গনেস বিশ্বাস আহত হন। এ ব্যাপারে টুঙ্গিপাড়া থানার সেকেন্ড অফিসার এসআই হাফিজ ভূঁইয়া জানিয়েছেন, ভীড়ের মধ্যে যে কেউ পুলিশকে লক্ষ্য করে ধাঁরালো অস্ত্র দিয়ে কোপ দিয়েছে, যাতে এসআই গণেশ আহত হয়েছেন। তিনি বর্তমানে গোপালগঞ্জে ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার টুঙ্গিপাড়া শেখ মুজিব আদর্শ ডিগ্রী কলেজের প্রভাষক মো. রফিকুজ্জামান বাদী হয়ে নবনির্বাচিত চেয়ারম্যান সুষেণ সেনকে প্রধান আসামি করে ২১ জনের নামে এবং ২-৩শ জন অজ্ঞাতনামার বিরুদ্ধে একটি মামলা (নং-৮, তাং-২৩/৩/২০১৬) দায়ের করেছেন। হুমায়ূন কবীর/এফএ/এবিএস