জাতীয়

‘বিপর্যস্ত জোহা’ কথা বলেননি সাংবাদিকদের সঙ্গে

টানা ৭ দিন নিখোঁজ থাকার পর অবশেষে মঙ্গলবার রাতে তথ্য ও প্রযুক্তিবিদ তানভীর জোহাকে ফিরে পেয়েছে তার পরিবার। বিমানবন্দর এলাকায় ‘উদভ্রান্তের’ মতো ঘোরাঘুরির সময় তাকে বাড়িতে দিয়ে যায় সাদা পোশাকের কয়েকজন পুলিশ।বুধবার সকাল থেকেই জোহার কলাবাগানের বাড়িতে ভিড় করেন সাংবাদিকরা। তবে তিনি সাংবাদিকদের সঙ্গে দেখা করেননি। জানাননি এতদিন কোথায়, কি অবস্থায় ছিলেন। তবে তার চাচা মাহবুবুল আলম সাংবাদিকদের জানান, জোহা মানসিকভাবে বিপর্যস্ত। তার এখন বিশ্রামের প্রয়োজন। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন না তিনি।তিনি বলেন, জোহাকে কারা তুলে নিয়ে গিয়েছিল সে ব্যাপারে সে (জাহা) এখনো কিছু জানাতে পারেনি। তবে তার গায়ে কোনও নির্যাতনের চিহ্ন পাওয়া যায়নি। জোহাকে কারা বাড়িতে পৌঁছে দিয়ে গেলেন তাদের বিষয়ে মাহবুবুল আলম বলেন, তারা সাদা পোশাকে ছিলেন, নিজেদের পরিচয় দেননি। শুধু বলল, গণমাধ্যমে জোহার ছবি দেখে তারা তাকে শনাক্ত করেছেন। আমাদের ধারণা তারা ডিবির সদস্য।এর আগে গত বুধবার রাতে কচুক্ষেত থেকে নিখোঁজ হন জোহা। তিনি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার তদন্তের প্রথম দিকে কাজ করেছিলেন। তদন্তের বিষয়ে একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দেয়ার দুদিন পর নিখোঁজ হন তিনি।এআর/এসকেডি/এমএস