দেশজুড়ে

পঞ্চগড়ের বিলুপ্ত ছিটমহলে বিনামূল্যে চিকিৎসা সেবা

পঞ্চগড়ের বিলুপ্ত গাড়াতি ছিটমহলে অস্থায়ী মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পঞ্চগড় শাখা। বুধবার দুপুরে ওই ছিটমহলের মফিজার রহমান কলেজে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ইসলামী ব্যাংক এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রংপুর জোন প্রধান মো. শহিদুল্লাহ। এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে দিনব্যাপী স্থানীয় প্রায় ৫০০ রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক মুহতারিম সিফাত, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সাবেক আবাসিক মেডিকেল অফিসার ডা. বাহারাম আলী রোগীদের ব্যবস্থাপত্রের পাশাপাশি বিনামূল্যে ওষুধ সরবরাহ করেন।ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, ইসলামী ব্যাংক পঞ্চগড় শাখার ব্যবস্থাপক আবুল হাসান, বিলুপ্ত গাড়াতি ছিটমহলের সাবেক চেয়ারম্যান মফিজার রহমান উপস্থিত ছিলেন।সফিকুল আলম/ এমএএস/এমএস