নোয়াখালীর সদরে বৈদ্যুতিক নকল পণ্য বিক্রি করায় এক দোকানিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাইজদীর ইসলামিয়া রোডের ওই দোকানে এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নোয়াখালী কার্যালয়ের সহকারি পরিচালক (এডি) মো. কাওছার মিয়া।
তিনি জাগো নিউজকে বলেন, দেশি ও প্রবাসী ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে বৈদ্যুতিক পণ্যের ওপর অভিযান চালানো হয়। এতে নামিদামি কোম্পানির মোড়ক জালিয়াতি করে নকল পণ্য বিক্রির প্রমাণ মেলে। এতে ওই দোকানকে এক লাখ টাকা জরিমানা করে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।
অভিযানে ভোক্তা অধিকারের কর্মকর্তা ছাড়াও জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শওকত আলী ও জেলা অনসার ব্যাটালিয়নের একটি দল উপস্থিত ছিলেন।
ইকবাল হোসেন মজনু/এমআইএইচএস