কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বাড়ি থেকে বের হয়ে দুই স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে তাদের সন্ধানে সাধারণ ডায়েরি (জিডি) করেছে তাদের পরিবার। তারা হলো- আইয়ুব আলী (১৩) ও নীরব (১১)। আইয়ুব আলী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের বারুইটারী গ্রামের নুরুন্নবীর ছেলে । সে পাটেশ্বরী বরকতিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। নীরব একই এলাকার জহুরুল ইসলামের ছেলে। সে ওই স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
আরও পড়ুন: ফরিদপুরে ১০ দিন ধরে স্কুলছাত্র নিখোঁজ
নিখোঁজ আইয়ুব আলীর চাচা আক্তার আলী জানান, বৃহস্পতিবার স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় তারা। পরে আর বাড়িতে ফিরে আসেনি। সব আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ খবর নিয়েছি। প্রতিদিন স্কুল শেষে প্রাইভেট করে বাড়ি আসে। তারা নাকি গতকাল স্কুলে যায়নি।
এ ঘটনায় পাটেশ্বরী বরকতিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুরজ্জামান বলেন, সকালে জানতে পেরেছি। তারা গতকাল স্কুলে আসেনি। হয় তো স্কুলের কথা বলে অন্য কোথাও পালিয়েছে।
ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, দুই ছাত্র নিখোঁজ হয়েছে এমন একটি জিডি পেয়েছি। তাদের পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ খবর নিচ্ছেন। আমরাও চেষ্টা চালাচ্ছি।
ফজলুল করিম ফারাজী/আরএইচ/এএসএম