চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পেঁয়াজ বোঝায় ট্রাকের ধাক্কায় ইমরান আলী (৩৫) নামে এক আম ব্যবসায়ী নিহত হয়েছেন।
সোমবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার খড়গপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইমরান আলী উপজেলার মোবারকপুর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকার আল-আমিনের ছেলে। তিনি আম ব্যবসায়ী ছিলেন।
আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ইলেকট্রিশিয়ানের
কানসাট আম আড়তদার সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক ওমর ফারুক টিপু বলেন, ট্রাকের ধাক্কায় আম ব্যবসায়ী ইমরান আলী মারা গেছেন। তিনি একযুগ ধরে আম ব্যবসার সঙ্গে জড়িত। পুরো কনসার্ট আম বাজারে তার বেশ জনপ্রিয়তা রয়েছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জুবায়ের আহমেদ বলেন, সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা পেঁয়াজবোঝাই ট্রাকটি খড়গপুর এলাকায় পৌঁছলে পেছন থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় ছিটকে পরে মোটরসাইকেলচালক ইমরান আলীর মৃত্যু হয়।
ওসি আরও বলেন, ট্রাকটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন। মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সোহান মাহমুদ/জেএস/জেআইএম