বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ইলেকট্রিশিয়ানের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০১:৫৬ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৩
ফাইল ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্টে রাসেল মিয়া (৩৫) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ইউনিয়নের বোয়ালিয়া ছোট সোহাগী এলাকায় এই ঘটনা ঘটে। রাসেল মিয়া ওই গ্রামের আব্দুল মাজেদের ছেলে।

আরও পড়ুন: রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ইলেকট্রিশিয়ানের

স্থানীয়রা জানান, রাসেল একজন পেশাদার বিদ্যুৎ মিস্ত্রি। সকাল সাড়ে ১০টার দিকে বোয়ালিয়া এলাকার আলতাফ হোসেন নামের এক ব্যক্তির বাড়ির বিদ্যুৎ লাইনের বিভ্রাট সারানোর জন্য ৪৪০ লাইনের খুঁটিতে উঠে কাজ করছিল। এসময় বিদ্যুতায়িত হয়ে খুঁটিতেই আটকা পড়েন তিনি। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. বুলবুল ইসলাম বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

শামীম সরকার শাহীন/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।