দেশজুড়ে

টেক্সটাইল পল্লি পরিদর্শনে কুয়েত সেনাবাহিনীর প্রতিনিধি দল

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বর্ণালী কালেকশন লিমিটেড ও চিত্তরঞ্জন টেক্সটাইল পল্লি পরিদর্শন করেছেন কুয়েত সেনাবাহিনীর আট সদস্যের এক প্রতিনিধি দল।

Advertisement

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে মেজর জেনারেল খালেদ আলকান্দারির নেতৃত্বে সিদ্ধিরগঞ্জের আরামবাগ গোদনাইল এলাকায় আসেন তারা।

আরও পড়ুন: জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত প্রধান বিচারপতির শ্রদ্ধা

এসময় তারা বর্ণালী কালেকশন লিমিটেডের উৎপাদন কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন তারা। দুপুর ১টায় তারা সিদ্ধিরগঞ্জ ত্যাগ করেন।

Advertisement

এ সময় কুয়েত সেনাবাহিনীর সফর সঙ্গীদের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল আবেদিন হাসানসহ আরও ৯ সেনা কর্মকর্তা এবং বর্ণালী কালেকশন লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাশেদুল ইসলাম রাজু/জেএস/জেআইএম