বান্দরবান জেলা শহরের ১২ দিন ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তি পোহাচ্ছে প্রায় ৬৫ হাজার মানুষ। পানি উত্তোলনের কয়েকটি মোটর বিকল হয়ে পড়ায় পানির সরবরাহ বন্ধ রয়েছে।বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ জানিয়েছে, পৌর পানি বিতরণ কেন্দ্রে যান্ত্রিক গোলযোগের কারণে পানি সরবরাহ বন্ধ রয়েছে। তবে দীর্ঘ ১২ দিন অতিবাহিত হয়ে গেলেও এখন পর্যন্ত যান্ত্রিক সমস্যার সমাধান করতে পারেনি জনস্বাস্থ্য প্রকৌশলী।এদিকে, মেম্বার পাড়া, চেয়ারম্যান পাড়া, বনরূপা পাড়া, হাফেজ ঘোনা, ইসলামপুর, লাঙ্গিপাড়া, বাসস্টেশন, নিউগুলশানসহ বিভিন্ন এলাকার মানুষ পানির সংকটে ভুগছে।জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, বান্দরবান পৌর এলাকার লোকসংখ্যা ৬৫ হাজার। পৌর এলাকায় ১৪ লাখ ৪৪ হাজার ৪৪৫ গ্যালন পানির চাহিদা রয়েছে। কিন্তু এর বিপরীতে ৯ লাখ ৫৬ হাজার গ্যালন পানি সরবরাহ করা হয়।জেলার হাফেজঘোনা এলাকার বাসিন্দা মো. ইসমাইল জানান, পানির সংকট চরমে। দোকান থেকে পানির বোতল ক্রয় করে খেতে হচ্ছে। আর পুকুরের ময়লা পানি দিয়ে গোসল করতে হচ্ছে।সরেজমিনে দেখা যায়, জেলার অধিকাংশ নলকূপ, রিংওয়েল, টিউবওয়েল অকেজো অবস্থায় থাকায় পানির অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছে শহরের বাসিন্দারা। শহরের হোটেল-মোটেল ও স্থানীয় বাসিন্দারা ব্যবহারের জন্য পুকুরের পানি সংগ্রহ করছে। শহরের গ্রীনহিল হোটেলের ম্যানেজার আশিষ ধর বলেন, পর্যটকদের পর্যাপ্ত পরিমাণে পানি সরবরাহ করতে পারছি না। পানি না থাকায় অনেকে হোটেল বুকিং দিয়ে তা বাতিল করে চলে যাচ্ছে।জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের (ডিপিএইচই) সহকারী প্রকৌশলী মঞ্জেল হোসেন জানান, মোটর নষ্ট হয়ে পড়ায় পানি সরবরাহ বন্ধ রয়েছে। সমস্যার সমাধান করতে আরো কয়েকদিন সময় লাগতে পারে।সৈকত দাশ/এআরএ/পিআর