নির্মাতা নিকুল কুমার মন্ডল এর আগে একক নাটক, টেলিফিল্ম নির্মাণ করলেও এবারই প্রথম ধারাবাহিক নাটক নির্মাণ করছেন। এ ধারাবাহিকের টাইটেল গান লিখলেন গীতিকবি তারেক আনন্দ।
‘চারদিক অস্থির কেউ নাই স্থির, বেপরোয়া জীবন চলে না ধীর, মানুষ আর মানুষ নাই হয়ে গেছে যন্ত্র, বোঝে না জীবনের মূলমন্ত্র, এই হলো আমাদের আধুনিককাল, সবাই শুধু হতে চায় ভাইরাল।’
আরও পড়ুন: মুক্তি পেল মুন্না খান-প্রিয়া অনন্যার ‘দিল হারা মে’
চমৎকার কথার গানটির সুর ও সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত। কণ্ঠ দিয়েছেন দোলা। এর র্যাপ পার্ট গেয়েছেন রিজান। ‘ভাইরাল ফ্যামিলি’ ধারাবাহিকে অভিনয় করেছেন ডলি জহুর, মীর সাব্বির, আনিকা কবির শখ, আব্দুল্লাহ রানা, মুকিত জাকারিয়া, নাবিলা ইসলাম, শেলি আহসান, ডিকন নূর, নরেশ ভুইয়া, ফরহান লিমন, আনোয়ার আহমেদ, সময় মন্ডল, খান আতিক প্রমুখ।
আরও পড়ুন: নতুন সিনেমার টাইটেল গানে মমতাজ
পরিচালক নিকুল কুমার মন্ডল জানান, একটি বেসরকারি টিভি চ্যানেলে শিগগির নাটকটি প্রচার হবে।
এমএমএফ/এমএস