বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য বরাদ্দ করা জায়গা দখল করে পার্কিং করায় সৌদি আরবে এক হাজার ৭৯০টি গাড়ি জব্দ করা হয়েছে। দেশটি সাধারণ ট্রাফিক অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
মূলত প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নির্ধারিত পার্কিং বিধানগুলোর প্রতি সম্মান ও সম্মতি কার্যকর করার লক্ষেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
আরও পড়ুন>বিক্ষোভের মুখে বিক্রম দোরাইস্বামী, গুরুদ্ধারে প্রবেশে বাধা
সৌদির ট্রাফিক বিভাগ এক এক্স বার্তায় জানিয়েছে, বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য বরাদ্দ করা জায়গার যথাযথ ব্যবহার ও পার্কিং ব্যবস্থায় শৃঙ্খলা ফেরানোর পদক্ষেপের অংশ হিসেবে অভিযান চালানো হয়েছে।
সৌদির বিভিন্ন এলাকায় সফলভাবে এই অভিযান চালানো হয়েছে বলেও উল্লেখ করা হয়।
ট্রাফিক জেনারেল ডিরেক্টরেটের মুখপাত্র জোর দিয়ে জানিয়েছেন, সব এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘন নিয়ন্ত্রণ ও নজরদারি বাড়াতে তাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এক্ষেত্রে জনসাধারণকে সহযোগিতা করতে আহ্বান জানানো হয়েছে।
আরও পড়ুন>তিমির ধাক্কায় নৌকাডুবি, একজনের মৃত্যু
প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বরাদ্দকৃত জায়গায় বেআইনিভাবে যারা পার্কিং করেন তাদের ওপর আরোপিত জরিমানার বিষয়ে স্পষ্ট করেছে ট্রাফিক বিভাগ। মূলত আইন ভঙ্গকারীদের ৫০০ থেকে এক হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হচ্ছে।
সূত্র: গাল্ফ নিউজ
এমএসএম