দেশজুড়ে

নেত্রকোনায় চলছে বাংলাদেশ-ভারত সম্প্রীতি উৎসব

নেত্রকোনায় বাংলাদেশ-ভারত সম্প্রীতির উৎসব চলছে। দুই দিনব্যাপী এ উৎসবের আয়োজন করেছে জেলা শহরের মুক্তারপাড়া এলাকায় বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদ।

মঙ্গলবার (৩ অক্টোবর) বেলা ১১টায় সংগঠনটির প্রধান উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. নীম চন্দ্র ভৌমিক এ উৎসবের উদ্বোধন করেন।

অনুষ্ঠানের প্রথম পর্বে সংগঠনের জেলা কমিটির সভাপতি কেশব রঞ্জন সরকারের সভাপতিত্বে ও ভারতের দূরদর্শন-আকাশবাণীর শিল্পী শাশ্বতী গুহ এবং গবেষক ওয়ালিউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. অধ্যাপক স্বপন কুমার দত্ত। এছাড়া আরও বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ছবি বিশ্বাস, সংগঠনের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন আহমেদ চৌধুরী, প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক উপ পরিচালক ফজলুর রহমান সরকার, চিত্র নির্মাতা এস.বি বিপ্লব প্রমুখ।

আরও পড়ুন: নেচে গেয়ে কারাম উৎসবে মাতলেন নৃগোষ্ঠীর লোকজন

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের সাহিত্যিক ধনঞ্জয় ঘোষাল, কবি রত্না মুখোপাধ্যায়, চৈতালী গোস্বামী, অপরাজিতা পাল, সুদীপ্তা চক্রবর্তী, প্রকৃতিরাজ, দেবস্মিতা বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক হারাধন সাহা, কবি পহেলী দে, শিল্পী ভট্টাচার্য, কুন্তুল বিশ্বাস প্রমুখ।

এইচ এম কামাল/জেএস/জেআইএম