দেশজুড়ে

রূপগঞ্জে ট্রাক খাদে পড়ে হেলপার নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বালুবাহী ট্রাক খাদে পড়ে বিল্লাল হোসেন (৪৫) নামে ওই ট্রাকের হেলপার নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার কোশাব এলাকার এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিল্লাল হোসেন উপজেলার তারাব পৌরসভার বরপা বাগানবাড়ী এলাকার মৃত ময়জদ্দিনের ছেলে। নিহতের পারিবারিক সুত্র জানায়, দুপুর ১২টার দিকে কোশাব এলাকায় হঠাৎ করে বালুবাহী ট্রাক উল্টে খাদে পড়ে যায়। এসময় ট্রাকে থাকা হেলপার বিল্লাল হোসেন ঘটনাস্থলেই মারা যান। কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আক্তার হোসেন বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করা হয়েছে।মীর আব্দুল আলীম/এফএ/এমএস