দেশজুড়ে

রুট পারমিট না থাকায় শীতলক্ষ্যায় ৪ নৌযানের জরিমানা

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় চলাচলরত চারটি নৌযানকে ২৩ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ এ আদেশ দেন।

আরও পড়ুন: সিলেটে বালুবাহী ৫ নৌযান জব্দ, জরিমানা 

এসময় রুট পারমিট না থাকায় এমভি শাহীন ইমরানকে পাঁচ হাজার, এমভি তাইফা জান্নাতকে পাঁচ হাজার, এমভি আলিফ-২ জাহাজকে আট হাজার, এমভি বায়তুল্লাহকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নৌনিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপ-পরিচালক বাবু লাল বৈদ্য বলেন, নৌপথে চলাচলে নিরাপত্তা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন। নৌপথে নিরাপদ চলাচল নিশ্চিত করতে শীতলক্ষ্যা ও বুড়িগঙ্গায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/জিকেএস