সিলেটে বালুবাহী ৫ নৌযান জব্দ, জরিমানা
সিলেটের গোয়াইনঘাটের জাফলং ইসিএ এলাকায় বালুবাহী পাঁচ নৌকাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২ অক্টোবর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভির হোসেন এ আদেশ দেন।

এ বিষয়ে মো. তানভির হোসেন জানান, টাস্কফোর্সের অভিযানে পরিবেশ আইনলঙ্ঘন করে বালি উত্তোলন করায় পাঁচটি বালুবাহী নৌকা আটক করে প্রসিকিউশন দেওয়া হয়। পরে পাঁচটি বালুবাহী নৌকার পরিচালকদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় পরিবেশ সংরক্ষণ আইনে এক লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন।
ছামির মাহমুদ/আরএইচ/এমএস