সংবিধান অনুযায়ী যথাসময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, কে কী বললো, কে না বললো; সেগুলো তাদের বিষয়। যেসব রাজনৈতিক দল তাদের সমর্থন হারিয়েছে, তাদের থেকে জনগণ মুখ ফিরিয়েছে; তারা অনেক ধরনের কথা বলছেন। অমুক হবে, তমুক হবে সেটা বিষয় নয়। এসবে কান দেওয়াও ঠিক নয়। নির্বাচন যথাসময়ই হবে।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেলে নেত্রকোনার মোহনগঞ্জের আদর্শনগরে পুলিশ তদন্তকেন্দ্রের নবনির্মিত তৃতীয়তলা ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
যুক্তরাষ্ট্রের ভিসানীতির বিষয়ে মন্ত্রী বলেন, ‘স্যাংশনস যুক্তরাষ্ট্রের নিজস্ব ব্যাপার। তারা কাকে যেতে দেবে বা যেতে দেবে না, এটা তারা নির্ধারণ সবসময়ই করেন। তবে আমি বলি ভিসা দিলে সবাইকেই তো দিতে হয়। তবে এতে আমাদের কিছু বলার নেই। আমি মনে করি এটা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপার।’ এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যার নামে আমাদের এখানে মামলা রয়েছে, গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে তাদের পুলিশ যে কোনো সময়ই ধরতে পারবে। এটা পুলিশের চলমান প্রক্রিয়া। যারা অপরাধ করে...অপরাধ দমনের জন্য পুলিশ সবসময় তাদের অর্পিত দায়িত্ব পালন করে। এখানে কোন পোলিং এজেন্ট বা রাজনৈতিক দল সেটা প্রশ্ন নয়, প্রশ্ন হলো সে দোষী কি না, দোষ করেছে কি না বা আদালত তাকে ওয়ারেন্ট জারি করেছে কি না। আমাদের কাছে এধরনের কোনো নিউজ এখনো আসেনি। আমরা আমাদের কেউই না জেনে কাউকে হয়রানি করেনি। সুনিশ্চিত হয়ে অর্থাৎ যিনি অপরাধ করেন বা যার নামে ওয়ারেন্ট আছে তাকেই গ্রেফতার করে।’
পরে মন্ত্রী পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের শহীদ মিনার উদ্বোধন করেন। সন্ধ্যায় সেখানে সুধী সমাবেশে যোগ দেন। জেলা প্রশাসক ও মহাবিদ্যালয়টির সভাপতি শাহেদ পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছাড়াও বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য সাজ্জাদুল হাসান, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, পুলিশ সুপার ফয়েজ আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শামসুর রহমান লিটন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদ ইকবাল প্রমুখ।
এইচ এম কামাল/এসআর/জিকেএস