গ্রাম বাংলার হাজার বছরের ঐতিহ্য ধরে রাখতে মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের কুমার নদে অনুষ্ঠিত হয়ে গেলো নৌকাবাইচ। শনিবার (৭ অক্টোবর) বিকেলে এই নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। দুপুর থেকেই নৌকাবাইচ দেখতে আশপাশের বিভিন্ন জেলা থেকে কয়েক হাজার মানুষ নদের পাড়ে ভিড় জমান।
খোঁজ নিয়ে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর, ঘটমাঝি ও মস্তফাপুর ইউনিয়নের সীমানার কুমার নদের প্রায় ২ কিলোমিটার দীর্ঘ নৌপথের এই নৌকাবাইচ দেখার জন্য কয়েক হাজার মানুষ জড়ো হন। অনেকেই নৌকা ও ট্রলারে চড়ে বাইচ উপভোগ করেন। নৌকাবাইচে মোট ৩০টি নৌকা অংশগ্রহণ করে।
সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের গাছবাড়ীয়া প্রভাতী সংঘের উদ্যোগে নৌকাবাইচের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পেয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মাহফুজুর রহমান লাবলু তালুকদার।
পেয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান লাবলু তালুকদার বলেন, এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। গাছবাড়ীয়া প্রভাতী সংঘকে ধন্যবাদ জানাই। গ্রাম বাংলার ঐতিহ্য রক্ষায় এই উদ্যোগ প্রশংসার দাবিদার।
নৌকাবাইচ দেখতে আসা মেহেদী হাসান বলেন, আমি আমার স্ত্রী ও ছেলে-মেয়েদের নিয়ে নৌকাবাইচ দেখতে এসেছি। আমার কাছে অনেক ভালো লেগেছে।
নৌকাবাইচ দেখতে আসা বৃদ্ধা ময়মুনা বিবি বলেন, আমি অনেক দূর থেকে নৌকাবাইচ দেখতে এসেছি। দেখে খুব ভালো লেগেছে। এই নৌকাবাইচ প্রতিবছর এখানে অনুষ্ঠিত হোক।
গাছবাড়ীয়া প্রভাতী সংঘের সভাপতি মো. রাশেদুল ইসলাম ছোটনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ঘটমাঝি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাবুল আকতার, মস্তফাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খান প্রমুখ।
আয়শা সিদ্দিকা আকাশী/এফএ/এএসএম