রাজনীতি

আজ ঢাকায় কোথায় কখন কোন দলের সমাবেশ

খালেদার সুচিকিৎসার দাবিতে নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে আজ, সোমবার (৯ অক্টোবর) ঢাকায় সমাবেশ ঘোষণা করেছে দলটি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে দুপুর ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশের অনুমতি চেয়ে শুক্রবার (৬ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বরাবর চিঠি দিয়েছে মহানগর দক্ষিণ বিএনপি। তবে কোন ইস্যুতে সমাবেশ হবে, চিঠিতে সে বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।

এদিকে, আজ রাজধানীর গাবতলীতে বিকেল ৩টায় শান্তি সমাবেশ করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। সমাবেশে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

কেএইচ/এসইউজে/এসএনআর/জেআইএম