পাবনার ঈশ্বরদীতে দাশুড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলামের চার লাখ ৮০ হাজার টাকা ছিনতাই হয়েছে।
রোববার (৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে ঈশ্বরদী শহরের স্টেশন রোডের সোনালী ব্যাংকের সামনে থেকে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
অধ্যক্ষ শহিদুল ইসলাম জাগো নিউজকে জানান, বিকেল সাড়ে ৩টার দিকে তিনি সোনালী ব্যাংক থেকে চার লাখ ৮০ হাজার টাকা উত্তোলন করেন। এরমধ্যে আট হাজার টাকা পকেটে এবং বাকি টাকা ব্যাগে রাখেন। পরে মোটরসাইকেলের সাইট ক্যারিয়ারে ব্যাগ ঝুলিয়ে রেখে বের হচ্ছিলেন। ব্যাংকের মেইন গেট হয়ে স্টেশন রোডে ওঠার সময় দুজন সামনে ও একজন পেছনে দাঁড়িয়ে ছিলেন।
হঠাৎ মোটরসাইকেলের ক্যারিয়ারের দিকে তাকিয়ে দেখেন তার ব্যাগ নেই। সামনে ও পেছনে যারা দাঁড়িয়ে ছিলেন মুহূর্তের মধ্যে তারাও ভিড়ের মধ্যে হারিয়ে যান। পরে তিনি বিষয়টি পুলিশকে জানান।
ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) হাসান বশির জাগো নিউজকে জানান, ঘটনাস্থল থেকে ব্যাংকসহ আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
শেখ মহসীন/এসআর/এএসএম