দেশজুড়ে

স্মৃতিস্তম্ভে ফুল দেয়া নিয়ে জাসদ নেতাকর্মীদের হাতাহাতি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শেরপুরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক দেয়া নিয়ে জেলা জাসদ নেতৃবৃন্দের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এসময় এক পক্ষের ফুলের তোড়া প্রতিপক্ষরা ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে।প্রত্যক্ষদর্শী ও দলীয় নেতৃবৃন্দ সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে জেলা জাসদ সভাপতি মনিরুল ইসলাম লিটনের নেতৃত্বে নেতাকর্মীরা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে জাসদের পক্ষ থেকে পুস্পস্তবক অপর্ণ করে। পরে জেলা জাসদের সাধারণ সম্পাদক বিপ্লব দে লব ও সাবেক সাধারণ সম্পাদক মুকছেদুর রহমান লবুর নেতৃত্বে আরেকপক্ষ পুস্পস্তবক অর্পণের জন্য শহরের নিউমার্কেট মোড়ে সমবেত হয়। সভাপতি লিটন ও তার সমর্থকরা শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ শেষে নিউমার্কেট মোড় হয়ে ফেরার পথে সাধারণ সম্পাদক বিপ্লব দে লবকে আক্রমণ করলে উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় বিপ্লব দে লবের নিয়ে আসা ফুলের তোড়াটি ছিনিয়ে নিয়ে প্রতিক্ষরা ছিঁড়ে ফেলে। এ ব্যাপারে জেলা জাসদের সাধারণ সম্পাদক বিপ্লব দে লব বলেন, সভাপতি লিটনের ইন্ধনে তার ওপর হামলা এবং ফুলের তোড়াটি ছিঁড়ে ফেলা হয়েছে। এর মধ্য দিয়ে একাত্তরের শহীদদের অবমাননা করা হয়েছে। তিনি আরো বলেন, সভাপতি লিটন সাংগঠনিক নিয়মকানুন, রীতিনীতি না মেনে মনগড়াভাবে দল চালাতে চায়। সে কারণেই তিনি আমাদের সহ্য করতে পারে না। ওর সঙ্গে জাসদের কোনো নেতাকর্মী নেই। বহিরাগতদের দিয়ে তিনি এ ঘটনা ঘটিয়েছে। অপরদিকে জেলা জাসদ সভাপতি মনিরুল ইসলাম লিটন বলেন, আসলে তেমন কিছুই ঘটেনি। আমরা শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ শেষে ফেরার পথে লবের লোকজন মমিন নামে আমাদের এক ছাত্রলীগ কর্মীর ওপর চড়াও হলে সকলেই ক্ষিপ্ত হয়ে যায়। আমি সবাইকে শান্ত করে নিয়ে চলে আসি। এটাকে এখন তারা ভিন্নখাতে প্রবাহের চেষ্টা করছে।        হাকিম বাবুল/এআরএ/এবিএস