নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, আওয়ামী লীগ যারা করে সবাই ভালো না। মুক্তিযুদ্ধ করে সবাই ভালো কাজ করেছে তা নয়। মুক্তিযুদ্ধের পর যারা লুট করেছে তারা আসল মুক্তিযোদ্ধা না।
তিনি বলেন, ‘একসময় যারা আইসক্রিম বিক্রি করতো রাস্তার ধারে, এখন হাজার কোটি টাকার মালিক এমন অনেক লোক আছে নারায়ণগঞ্জে। ওরাও রাজাকারের মতোই।’
বৃহস্পতিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শামীম ওসমান। শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শামীম ওসমান বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনারা কোনো ফ্যাক্টর না। আপনারা ব্যবহৃত হচ্ছেন। নারায়ণগঞ্জকে অস্থিতিশীল করবেন না। আমরা ক্ষমতায়, কাউকে টোকা দেইনি। আপনারা এসেই আমাদের অনেককে মেরেছেন। আমার বাড়িতে হামলা করেছেন। সিদ্ধিরগঞ্জে আমাদের ৯ জনকে মেরেছেন। আমরা কিন্তু বিএনপির একটি কর্মীকে থাপ্পড়ও দেইনি। যে ভুল তারা করেছে আমরা করবো না।’
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা আমাদের বাচ্চার ভবিষ্যৎ। আমার ভুলত্রুটি থাকতে পারে, আমাদের বদলে দিন কিন্তু শেখ হাসিনাকে রাখুন। তরুণ প্রজন্মকে জায়গা ছেড়ে দিতে হবে। আগামী দিনে রাজনীতি রাজপথে হবে না, বুদ্ধি দিয়ে হবে।’
‘বাংলাদেশ আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে’ উল্লেখ করে এমপি শামীম ওসমান বলেন, বিএনপির আমলে কখন বিদ্যুৎ এসেছিল আমরা সেটা জিজ্ঞেস করতাম। দিনে দুই ঘণ্টা বিদ্যুৎ থাকলেও অবাক হয়ে যেতাম। আজ পারমাণবিক চুল্লিতে আমরা ৩৩তম।
নারায়ণগঞ্জ জেলা কৃষক লীগের আহ্বায়ক অ্যাডভোকট এস এম ওয়াজেদ আলী খোকনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দনশীল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, বন্দর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মোবাশ্বির শ্রাবণ/এসআর/এমএস