মাদারীপুরের কালকিনিতে মাদক সেবনে বাধা দেওয়ায় বড় ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলার রমজানপুর ইউনিয়নের হামেদ খা হাট এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত শফিকুল ইসলাম সাইলু (৪৫) কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের পশ্চিম সাহেবরামপুর গ্রামের সাইদুল আকনের ছেলে। অভিযুক্ত সাইম আকন (২৮) তার সাইলুর ছোট ভাই।
খোঁজ নিয়ে জানা যায়, পশ্চিম সাহেবরামপুর এলাকার সাইম আকন দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছেন। তাই ছোট ভাইকে মাদক সেবনে বাধা দেন বড় ভাই শফিকুল ইসলাম সাইলু। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন সাইম।
বৃহস্পতিবার বিকেলে বড় ভাই সাইলু তার শ্বশুরবাড়ি পিরোজপুর যাওয়ার জন্য রওয়া হন। এ সময় তার ছোট ভাই সাইম ওষুধ কেনার কথা বলে বাসা থেকে বের হন। বড় ভাই একটি ভ্যানে ওঠেন। সাইমও ওই ভ্যানে ওঠেন। পথে সাইম বড় ভাই সাইলুকে কাঁচি দিয়ে কুপিয়ে হত্যা করেন। স্থানীয়রা সাইমকে মারধর করেন। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠান। সাইমকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সাহেবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহবুবুর রহিম মুরাদ সরদার জাগো নিউজকে বলেন, মাদক সেবনে বাধা দেওয়ায় বড় ভাইকে হত্যা করেছে তার আপন ছোট ভাই। ঘটনাটি খুবই দু:খজনক।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান জাগো নিউজকে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওর ছোট ভাই সাইমকে উদ্ধার করে পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওসি আরও বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি, বড় ভাই সাইলু তার ছোট ভাইকে মাদক সেবনে বাধা দেন। তাকে মাদক নিয়ন্ত্রণ কেন্দ্রে পাঠাবেন বলে জানান। এতে সাইম ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটিয়েছে। তবে এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আয়শা সিদ্দিকা আকাশী/এসজে/এমএস