দেশজুড়ে

ফরিদপুরে বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

ফরিদপুরে বাল্যবিয়ে বন্ধ করলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন ঢালী। শুক্রবার (১৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের শোভারামপুর এলাকায় বিয়েবাড়িতে গিয়ে তিনি বিয়ে বন্ধের নির্দেশ দেন।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে বিয়েটি সম্পন্ন হওয়ার কথা ছিল। সে অনুযায়ী আগের দিন গায়ে হলুদও শেষ হয়। সকাল থেকে বিয়ের কয়েকশো বরযাত্রীদের জন্য নানা ধরনের খাবারের আয়োজন করা হয়। রঙিন কাপড়ের গেট থেকে শুরু করে সমস্ত আয়োজন সম্পন্ন করা হয়। আর মাত্র ঘণ্টাখানেক বাকি। এরমধ্যে হঠাৎ হাজির হন ইউএনও। মেয়ের জন্ম নিবন্ধন, কাগজপত্র অনুযায়ী তার বয়স মাত্র ১৬ বছর। তাৎক্ষণিকভাবে বিয়েটি বন্ধ করে দেন প্রশাসন।

আরও পড়ুন: বাল্যবিয়ে বন্ধ করে দিলেন ইউএনও 

এ ব্যাপারে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাফর আহমেদ খান জাগো নিউজকে বলেন, ইউএনও ঘটনাস্থলে পৌঁছে বাল্যবিয়েটি বন্ধ করেছেন।

এ বিষয়ে ইউএনও লিটন ঢালী জাগো নিউজকে বলেন, মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ হবার আগে বিয়ে দেবেন না মর্মে বাবার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

এন কে বি নয়ন/আরএইচ/জিকেএস