আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও মাদারীপুর দুই আসনের সংসদ সদস্য শাজাহান খান বলেছেন, বিএনপি জাতীয় নির্বাচন নিয়ে ইউরোপ ও আমেরিকাসহ বিভিন্ন দেশে কার্যক্রম চালাচ্ছে, লবিস্ট নিয়োগ করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে। তাই আজকে বিএনপি সেই তাল হারিয়ে ফেলেছে। বিএনপি চিন্তা করেছিল আগামী নির্বাচন অকার্যকর করে দিবে। দেশের জনগণ এ ব্যাপারে অনেক সর্তক। পথ হারিয়েছে বিএনপি। তাই তাদের নির্বাচনে আসার আহবান জানাচ্ছি।
শুক্রবার (১৩ অক্টোবর) সকালে মাদারীপুর জেলা পরিষদের অর্থায়নে এক কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত মাদারীপুর প্রেস ক্লাবের নবনির্মিত তিনতলা ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
শাজাহান খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একের পর এক উন্নয়ন কর্মকাণ্ড যেভাবে করে যাচ্ছেন এটা রোলমডেল নয় স্বর্ণমডেল।
আরও পড়ুন: বিদেশিদের কাছে ধর্না দিয়ে লাভ নেই: শাজাহান খান
তিনি বলেন, আইএমএফ একটি প্রতিবেদন দিয়েছে। সেখানে উল্লেখ করেছে চীন, ইন্দোনেশিয়া, ভিয়েতনামের চাইতে বাংলাদেশের জিডিপি অনেক ভাল। বর্তমানে দেশের জিডিপি শতকরা ৬, যা ২০২৮ সালে শতকরা ৭ উন্নত হবে। এটা আইএমএফ’র ভবিষ্যৎ বাণী। শেখ হাসিনা টাকা গিলে খান না বিএনপির এমন অভিযোগ ধোপে টিকবে না।
শাজাহান খান আরও বলেন, খালেদা জিয়ার বয়স অনেক। এই বয়সে মানুষ অসুস্থ হতেই পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও গুরুত্ব দিবেন তার চিকিৎসার ব্যাপারে। সব ধরনের চিকিৎসা বাংলাদেশেই হবে। আর বিদেশে চিকিৎসা নেওয়ার ব্যাপারে আইন অনুযায়ী সরকার প্রয়োজনে ব্যবস্থা নিবেন।
এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ড্রাস্ট্রি মাদারীপুরের সভাপতি হাফিজুর রহমান যাচ্চু খান, জেলা পরিষদের সদস্য মহিউদ্দিন খান নাইম, মাদারীপুর প্রেস ক্লাবের সভাপতি শাহজাহান খান, সাধারণ সম্পাদক মনির হোসেন বিলাস প্রমুখ বক্তব্য রাখেন।
আয়শা সিদ্দিকা আকাশী/আরএইচ/জিকেএস