দেশজুড়ে

ভোলায় মা ইলিসহ ৯ জেলে আটক

নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার চরফ্যাশনে মা ইলিশ শিকার করায় ৯ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। এসময় তাদের কাছ থেকে ২০ কেজি ইলিশ ও দুই হাজার মিটার জাল জব্দ করা হয়।

সোমবার (১৬ অক্টোবর) দুপুর পর্যন্ত উপজেলার মুজিব নগর ইউনিয়নের বাংলাবাজার সংলগ্ন তেঁতুলিয়া নদী থেকে তাদের আটক করা হয়।

আরও পড়ুন: নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১৮ জেলের কারাদণ্ড

চরফ্যাশন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মারুফ হোসেন জানান, ২২ দিনের নিষেধাজ্ঞার পঞ্চমদিন সকাল থেকে তেতুলিয়া নদীর বিভিন্ন এলাকা থেকে মাছ ও জালসহ ৯ জেলেকে আটক করা হয়। পরে জব্দরা ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়েছে।

তিনি জানান, গত ৫ দিনে জেলায় ৫৬ জন জেলেকে আটক করা হয়েছে। এদের মধ্যে ভোলা সদর থেকে ছয়জন, দৌলতখান থেকে একজন, চরফ্যাশন থেকে ৩৯ জন ও মনপুরা থেকে ১০ জন। আটকদের মধ্যে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড, ৩০ জনের জরিমানা, ১২ জনের বয়স কম হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।

জুয়েল সাহা বিকাশ/আরএইচ/জেআইএম