গাইবান্ধার সাঘাটা থানার ৮নং জুমারবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বাধীনতার ৪৪ বছর পর প্রথম নারী প্রার্থী হিসেবে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছেন মাসুদা বেগম গিনি। তিনি তার ইউনিয়নের উন্নয়নে গরীব-মেহনতী মানুষের সেবায় কাজ করতে চান। গিনি বলেন, বাংলাদেশের সর্বস্থরে নারীর ক্ষমতায়ন কাজে লাগিয়ে জনসেবা ও জুমারবাড়ীর উন্নয়নে নারী-পুরুষের ভেদাভেদ ভুলে সকলে একসঙ্গে কাজ করতে চাই। জুমারবাড়ীর যুব-সমাজদের বেশি করে কাজে উৎসাহিত করতে চাই।তিনি আরও বলেন, আমি বেশি করে জোর দিতে চাই নারী শিক্ষা, অ্যাসিড নিয়ন্ত্রণ, মাদক নির্মূল ও বাল্যবিবাহ বন্ধ করার প্রতি। নারী-পুরুষের ভেদাভেদ ভুলে, নারী-পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে জুমারবাড়ী ইউনিয়নকে একটি ডিজিটাল আধুনিক ইউনিয়ন হিসেবে বাস্থবায়ন করতে চাই।এলএ/এমএএস/পিআর