দেশজুড়ে

ইছামতীতে মাছ ধরতে নেমে যুবক নিখোঁজ

সিরাজগঞ্জের ইছামতী নদীতে মাছ ধরতে গিয়ে সাগর সেখ (২০) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (২০ অক্টোবর) বিকেলে নদীর সদর উপজেলার একডালা এলাকায় এ ঘটনা ঘটে। সাগর একই ইউনিয়নের ফুলবয়ড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল আলীম জানান, সাগর পেশায় একজন কাঠমিস্ত্রি। শুক্রবার বিকেলে নদীতে মাছ ধরতে গিয়ে তিনি নিখোঁজ হন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। শনিবার সকালে রাজশাহীর ডুবুরী দল এসে কয়েক ঘণ্টা চেষ্টা করেন। পরে বিকেল ৩টার দিকে তারা চলে যান।

কাজীপুর উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম জানান, সাগরসহ অনেকে নদীতে মাছ ধরতে নেমেছিলেন। নদী পাড়ি দিয়ে বাড়ি ফেরার সময় সাগর হয়তো পানিতে ডুবে গেছে।

এম এ মালেক/আরএইচ/এএসএম