ঢাকা-টঙ্গী-চট্টগ্রাম রেলওয়ে সড়কের গাজীপুরের কালীগঞ্জে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত। রোববার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে কালীগঞ্জ পৌর এলাকার বালীগাঁও (মোড়লবাড়ি) এলাকায় এ ঘটনা ঘটে। তবে ওই রেললাইন আংশিক বাধাগ্রস্ত হলেও ডাবল লাইন থাকায় ট্রেন চলাচল স্বাভাবিক আছে।
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন আড়িখোলার রেলওয়ে স্টেশনের মাস্টার দিলীপ চন্দ্র দাস এবং মালবাহী ট্রেনের চেইন পরিচালক উজ্জ্বল সিকদার।
উজ্জ্বল শিকদার বলেন, চট্টগ্রাম থেকে ট্রেন কমলাপুর স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে আসে। রোববার বেলা ১১টার দিকে ট্রেনের ব্রেক ভিম ভেঙে কালীগঞ্জের বালীগাঁও (মোড়লবাড়ি) এলাকায় লাইনচ্যুত হয়।
তিনি আরো জানান, ৩২টি বগি নিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পরে ২৪টি বগিকে নিয়ে ইঞ্জিন ঢাকার উদ্দেশ্যে চলে গেছে। ঘটনাস্থলে লাইনচ্যুত একটি বগিসহ আটটি বগি আছে। কমলাপুরের রিলিফ ট্রেনকে খবর দেওয়া হয়েছে, তারা এলে ট্রেনটি উদ্ধার হলে পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে।
আড়িখোলার রেলওয়ে স্টেশনের মাস্টার দিলীপ চন্দ্র দাস বলেন, ঢাকা-চট্টগ্রাম রেলওয়ে সড়কের আড়িখোলা রেল স্টেশনের অদূরে মালবাহী একটি ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। ওই রেলওয়ে সড়কে ডাবল লাইন থাকায় অপর লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।
আব্দুর রহমান আরমান/এসজে/এএসএম