দেশজুড়ে

বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, ২৩ যাত্রীর কারাদণ্ড

বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ২৩ যাত্রীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২২ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও পাকশী রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. নুরুজ্জামান এ আদেশ দেন।

আরও পড়ুন: বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, ১২৩০ যাত্রীকে জরিমানা 

পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন জানান, খুলনা-রাজশাহীগামী কপোতাক্ষ ও সাগরদাঁড়ি এক্সপ্রেস, খুলনা-ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ও রূপসা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালানো হয়। এসময় ২৩ যাত্রীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এদের মধ্যে ২১ জনকে ১০ দিন করে ও বাকি দুজনকে একদিন করে কারাদণ্ড দেওয়া হয়।

এ সময় রেলওয়ে পাকশী বিভাগীয় কার্যালয়ের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা ফারহান মাহমুদ, ট্রেন টিকিট পরিদর্শকসহ (টিটিই) ও রেলওয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আমিন ইসলাম জুয়েল/আরএইচ/জিকেএস