দেশজুড়ে

গাজীপুরে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আটক

ঢাকায় বিএনপির মহাসমাবেশ উপলক্ষে প্রস্তুতি সভা থেকে অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে টঙ্গী পূর্ব থানাপুলিশ।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় শ্রমিকদলের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি সালাহ উদ্দিন সরকারের টঙ্গীর বাসভবন প্রাঙ্গণ থেকে তাদের আটক করা হয়।

সালাহ উদ্দিন সরকার জানান, ঢাকায় মহাসমাবেশ সফল করতে নেতাকর্মীদের সঙ্গে তারা ঘরোয়া আলোচনা করছিলেন। সভা চলাকালে বিপুল সংখ্যক পুলিশ বাড়িটি ঘেরাও করে। পরে টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি শরাফত হোসেনসহ অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। তাকেও গাড়িতে ওঠানো হলে অসুস্থতার কারণে পরে রেখে যায়।

মহানগর বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক রাকিব উদ্দিন সরকার পাপ্পু জানান, মধ্যরাতে মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের কাশিমপুরের বাড়ি ঘেরাও করে পুলিশ। এসময় পুলিশ বাড়িতে ঢুকে ব্যাপক তল্লাশি চালায়। ঘটনার সময় শওকত হোসেন সরকার বাড়িতে ছিলেন না।

তবে এসব ধরপাকড় ও তল্লাশির বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গ্রেফতার বা আটকের সংখ্যা পরে জানানো হবে জানিয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, সন্ধ্যার পর থেকে অভিযান অব্যাহত আছে। আটকদের সংখ্যা পরে ব্রিফিং করে জানানো হবে।

আমিনুল ইসলাম/এসআর/জেআইএম