ঢাকায় আওয়ামী লীগ ও বিএনপির মহাসমাবেশ ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফাঁকা। নেই যাত্রী ও যানবাহনের চাপ। স্বাভাবিক আছে যান চলাচল।
শনিবার (২৮ অক্টোবর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়, মৌচাক এবং সাইনবোর্ড ঘুরে এমন চিত্র দেখা গেছে।
অন্য দিনের চেয়ে আজ যানবাহন ও যাত্রীর চাপ একেবারেই নেই। তবে সব ধরনের যানবাহনই সড়কে চলাচল করতে দেখা গেছে। পাশাপাশি যাত্রীদেরও বাসের জন্য দীর্ঘসময় অপেক্ষা করতে হচ্ছে না।
রফিকুল ইসলাম নামে এক পথচারী বলেন, ভেবেছিলাম অফিস যেতে কষ্ট হবে। কিন্তু দেখলাম সড়কের যান চলাচল স্বাভাবিক। পুলিশের তাৎপরতাও লক্ষ্য করার মতো ছিল না।
হানিফ পরিবহনের এক চালক বলেন, গাড়ির চাপ কম থাকায় আজ সুবিধা হয়েছে। কোনো রকম প্রতিযোগিতা ছাড়াই এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছাতে পারছি। কোনো স্ট্যান্ডে বেশিক্ষণ থামানো লাগছে না গাড়ি ভরে যাচ্ছে।
কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) একেএম শরফুদ্দিন জাগো নিউজকে বলেন, সকাল থেকেই যান চলাচল স্বাভাবিক। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জাগো নিউজকে বলেন, যেকোনো নাশকতা ঠেকাতে আমরা প্রস্তুত। যান এবং মানুষের চলাচল নির্বিঘ্ন করতে আমরা কাজ করছি। কাউকে তাদের গন্তব্যস্থলে যেতে কোনো বাধা দেওয়া হচ্ছে না।
রাশেদুল ইসলাম রাজু/এসজে/জেআইএম