দেশজুড়ে

গাজীপুরে চলছে না দূর-পাল্লার যান, ট্রেন চলাচল স্বাভাবিক

গাজীপুরে বিএনপি-জামায়াতসহ কয়েকটি দলের ডাকা তিন দিনের সর্বাত্মক অবরোধ শুরু হয়েছে। অন্য দিনের তুলনায় রাস্তায় যানবাহনের সংখ্যা অনেক কম। ভোর থেকে এখন পর্যন্ত দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করছে না।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে মহানগরীর চান্দনা চৌরাস্তা ও ভোগড়া বাইপাস মোড় এলাকা ঘুরে এমনটা দেখা গেছে।

ঢাকাগামী যাত্রী ইকবাল হোসেন জানান, তিনি মহাখালীতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। সকালে রাস্তায় যানবাহন থাকায় ঢাকায় যেতে তেমন কোন সমস্যা হবে না।

অবরোধ চলাকালে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। এছাড়া কালিয়াকৈরের চন্দ্রা, শ্রীপুরের মাওনা ও গাজীপুর মহানগরীর টঙ্গীতেও সীমিত সংখ্যক যানবাহন চলাচল করার খবর পাওয়া গেছে।

অপরদিকে সময় মতো ছেড়ে যাচ্ছে ট্রেন। জয়দেবপুর রেলজংশনের স্টেশন মাস্টার রেজাউল করিম বলেন, উত্তরাঞ্চল থেকে যথা সময়ে ট্রেন ছেড়ে এসেছে। গাজীপুর থেকেও ঢাকার দিকে যথা সময়ে ট্রেন ছেড়ে যাচ্ছে।

মো. আমিনুল ইসলাম/এসজে/জিকেএস