দেশজুড়ে

ভোলায় ১ ঘণ্টার সিভিল সার্জন হলেন তানহা

ভোলায় এক ঘণ্টার প্রতীকী সিভিল সার্জনের দায়িত্ব পালন করেছেন সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী হুমায়ারা তানহা। তিনি ভোলা পৌর ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. হুমায়ুন কবীবের মেয়ে।

সোমবার (৩০ অক্টোবর) দুপুর ১২টা ১০ থেকে ১টা ১০ মিনিট পর্যন্ত বিশ্ব কন্যা শিশু দিবস উপলক্ষে এনসিটিএফ ও প্লান ইন্টারন্যাশনালের আয়োজনে টেকওভার অনুষ্ঠানে সিভিল সার্জনের প্রতীকী দায়িত্ব পালন করেন ওই কলেজছাত্রী।

এর আগে দুপুর ১২টার দিকে সিভিল সার্জন কার্যালয়ে হুমায়ারা তানহাকে ফুল দিয়ে বরন করেন ভোলা সিভিল সার্জন ডা. কেএম শাফিকুল ইসলাম ও অন্যান্য চিকিৎসক-নার্সরা। পরে সিভিল সার্জন তার হাতে এক ঘণ্টার জন্য সিভিল সার্জনের দায়িত্বভার তুলে দেন।

আরও পড়ুন: ফেনীতে ১ ঘণ্টার উপজেলা চেয়ারম্যান হলেন ফাতিহা

প্রতীকী দায়িত্ব পালনের সময় হুমায়ারা ভোলা সদর হাসপাতালে শিশুদের চিকিৎসার মান উন্নয়ন, শিশু হাসপাতাল নির্মাণ, জেলার সব স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পর্যাপ্ত চিকিৎসক, নার্সসহ সব জনবল বৃদ্ধি, ভোলায় একটি মেডিকেল কলেজ স্থাপন, হাসপাতালগুলোর অ্যাম্বুলেন্সের সংখ্যা বৃদ্ধি এবং হাসপাতালগুলোতে নারীদের সেবার মান উন্নয়নের সুপারিশ করেন। হুমায়ারা বলেন, এক ঘণ্টার জন্য ভোলা সিভিল সার্জন হতে পেরে আমি খুবই আনন্দিত। আমার দেখাদেখি অন্যান্য শিশু, কিশোরীরা পড়াশুনা করে এমন পদে চাকরি করতে উৎসাহিত হবেন।

জুয়েল সাহা বিকাশ/জেএস/এমএস