দেশজুড়ে

জামালপুরে ২ কিশোরীকে গণধর্ষণ : আটক ১

জামালপুর সদরের ঝাউলা গোপালপুর গ্রামে গণধর্ষণের শিকার হয়েছে দুই কিশোরী। এ ঘটনায় এক ধর্ষককে আটক করে গণধোলাই দিয়েছে এলাকাবাসী।জানা গেছে, জামালপুর সদরের ঝাউলা গোপালপুরে সোমবার বিকেলে লাহিড়ীকান্দা বাজারে মেলা দেখতে যায় দুই কিশোরী। মেলায় চরকিতে চড়ে দুই কিশোরী অসুস্থ হয়ে পড়লে কয়েকজন যুবক ওই দুই কিশোরীকে নেশার ট্যাবলেট মেশানো কোমল পানীয় খাইয়ে অচেতন করে অটোরিকশায় করে তুলে নিয়ে যায়।পরে গভীর রাতে নান্দিনা এলাকার একটি ধানক্ষেতে দুই কিশোরীকে গণধর্ষণ করে পালিয়ে যাবার সময় এলকাবাসী বিষয়টি টের পেয়ে যায়। এ সময় রেজাউল নামে এক ধর্ষককে আটকে গণধোলাই দেয় এলাকাবাসী। খবর পেয়ে সদর থানা পুলিশ মঙ্গলবার ভোররাতে গুরুতর অসুস্থ অবস্থায় ওই দুই কিশোরীকে ও ধর্ষক রেজাউলকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।জামালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানিয়েছেন, এ ঘটনায় মামলা দায়ের ও অন্যান্য ধর্ষককে গ্রেফতারের চেষ্টা চলছে।মেহেদী মাহমুদ খান/এফএ/আরআইপি