চলতি বছর ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু ও আক্রান্তের ভয়াবহতা দেখছে বাংলাদেশ। এ পরিস্থিতিতে বার বারই আলোচনায় এসেছে ডেঙ্গু ভ্যাকসিন। ভ্যাকসিন নিয়ে আলো দেখাচ্ছে যুক্তরাষ্ট্রের TV005। সম্প্রতি আইসিডিডিআর,বি এ টিকার দ্বিতীয় ধাপের ট্রায়াল সম্পন্ন করেছে। যেখানে এ টিকা ডেঙ্গুর চার ধরনেই কার্যকর হিসেবে প্রমাণিত হয়েছে।
বুধবার (১ নভেম্বর) মহাখালীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা প্রতিষ্ঠান (আইসিডিডিআর,বি) সাসাকাওয়া হলে এসব তথ্য জানায় প্রতিষ্ঠানটি।
আইসিডিডিআর,বির জৈষ্ঠ বিজ্ঞানী ও প্রধান গবেষক ডা. রাশেদুল হক বলেন, জাপান ও ইন্দোনেশিয়া এর আগে দুটি টিকার নিবন্ধন পেলেও তা ব্যাপকভাবে কার্যকরী নয়। এ বাস্তবতায় যুক্তরাষ্ট্রের TV005 ডেঙ্গুর টিকার দ্বিতীয় ধাপের ট্রায়াল শেষ করেছে বাংলাদেশ। ট্রায়ালে অংশ নেওয়া ১৯২ জনের মধ্যে ১৪২ জনকে টিকা দেওয়া হয়েছে। ১৮০ দিন পর ফলাফলে দেখা যায়, টিকাটির বিপক্ষে গুরুত্বর পার্শ্বপ্রতিক্রিয়ার প্রমাণ নেই। যেটি সেরোটাইপ ডেন টু এর বিরুদ্ধে ৯৯ শতাংশ, ডেন থ্রির বিরুদ্ধে ৯৬ শতাংশ, ডেন ফোরের বিরুদ্ধে ৮৭ শতাংশ এবং ডেন ওয়ানের বিরুদ্ধে ৮৩ শতাংশ কার্যকর।
আইসিডিডিআর,বির নির্বাহী পরিচালক ডা. তাহমিদ আহমেদ বলেন, আমরা চাই সব ধাপের ট্রায়াল শেষে বাংলাদেশে উৎপাদন হোক টিকাটি। এক্ষেত্রে বাংলাদেশের কয়েকটি কোম্পানি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। এ ক্ষেত্রে লাইসেন্স প্রয়োজন। এর পেছনে অনেক কর্মযজ্ঞ রয়েছে। সরকারের সহযোগিতায় এটি সম্ভব হতে পারে।
টিকাটি কবে নাগাদ নিবন্ধিত হয়ে চূড়ান্তভাবে প্রয়োগের উপযোগী হবে সেটি নিশ্চিত করে বলতে পারেনি আইসিডিডিআর,বি।
এএএম/এমএইচআর/এএসএম