সদ্যপ্রয়াত কবি রফিক আজাদ স্মরণে সোমবার সন্ধ্যায় জামালপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্মরণ সভা ও কবির কবিতা থেকে পাঠ অনুষ্ঠিত হয়েছে।কবি আলী জহিরের সভাপতিত্বে কবি সাযযাদ আনসারীর সঞ্চালনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি ও ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের ভাইস চ্যান্সেলর ড. মুহাম্মদ সামাদ। কবির কবিতা থেকে পাঠ করেন কবি মাহবুব বারী, বাকী বিল্লাহ, ধ্রুব জ্যোতি ঘোষ মুকুল, শাহ খায়রুল বাশার, কায়েদ-উয-জামান, আহমদ আজিজ, সামসাদ জাহান, সাযযাদ আনসারী, মেহেদী ইকবাল, শফিক জামান, কামাল ফারুকী, সুহৃদ জাহাঙ্গীর, রজব বকশী, মোস্তফা মন্জু, ভোলা দেবনাথ, আব্দুল হাই আল হাদী, মাহফুজুল বারী, শওকত আলী, তারিকুল ফেরদৌস, ছানোয়ার হোসেন, এমএসআই সাগর, আজিজ আহমেদ, আরিফুল ইসলাম, রাজন্য রুহানী, জুয়েল মন্ডল, আশরাফ আল জায়েদ।অনুষ্ঠান শেষে কবি আহমদ আজিজকে সভাপতি ও কবি শফিক জামানকে সাধারণ সম্পাদক করে জাতীয় কবিতা পরিষদ, জামালপুর শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়।এসইউ/এবিএস