দেশজুড়ে

ফেনীতে চিনিবোঝাই ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় মামলা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনী শহরতলীর লালপোল এলাকায় চিনিবোঝাই একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ১৫-২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

ট্রাকটির মালিক চট্টগ্রামের বাকলিয়া থানার দেওয়ান বাজার এলাকার উজ্জল বৈদ্য বাদী হয়ে বৃহস্পতিবার রাতে ফেনী মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে এ মামলা করেন।

এর আগে গত বৃহস্পতিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চিনিবোঝাই ট্রাকটিতে আগুন দেয় অবরোধ সমর্থনকারীরা।

পুলিশ ও ভুক্তভোগী সূত্র জানায়, বৃহস্পতিবার ভোরে চট্টগ্রামের এস আলম চিনি কারখানা থেকে ট্রাকবোঝাই চিনি নিয়ে নোয়াখালীর চৌমুহনীর উদ্দেশে যাত্রা করেন ট্রাকচালক আবদুস সামাদ। ভোরের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল সেতু এলাকায় পৌঁছালে অবরোধ সমর্থনকারীরা ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। একপর্যায়ে তারা ট্রাকের সামনের অংশে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এসময় চালকের চিৎকারে ওই সড়কে চলাচলকারী কিছু গাড়ি থামলে অবরোধকারীরা পালিয়ে যায়।

পরে খবর পেয়ে ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

মামলার বাদী উজ্জল বৈদ্য জানান, আগুন দেওয়ার ঘটনায় যন্ত্রাংশ পুড়ে দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ১৫-২০ জনকে অজ্ঞাত আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী মামলা দায়েরের সত্যতা জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

আবদুল্লাহ আল-মামুন/এমকেআর