আন্তর্জাতিক

চৌকিদারের ছদ্মবেশে মেলায় ঘুরলেন মুখ্যমন্ত্রী, ভিডিও ভাইরাল

অতীতে রাজা-বাদশাহরা মাঝেমধ্যে ছদ্মবেশে রাস্তায় রাস্তায় ঘুরতেন। খোঁজ নিতেন রাজ্যের প্রজারা কেমন আছে। ঠিক সেই কাজটাই এবার করলেন ভারতের হরিয়ানা রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার।

গত মঙ্গলবার (৭ নভেম্বর) সন্ধ্যায় চৌকিদারের ছদ্মবেশে স্থানীয় একটি মেলার মাঠে নির্বিঘ্নে ঘুরে বেড়িয়েছেন তিনি। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন>> জার্মান মন্ত্রীকে চুমু খেয়ে বিপাকে ক্রোয়েট মন্ত্রী

এদিন ছদ্মবেশে গুরগাঁওয়ের সেক্টর-৫ দশেরা মাঠের মেলা পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এসময় তার আশপাশে ছিল না কোনো বাড়তি নিরাপত্তা।

A video of Haryana Chief Minister Manohar Lal Khattar surfaced on social media in which he is seen roaming in a fair while covering his face and not revealing his identity. #Haryana #CM pic.twitter.com/ri8UbCj3Iq

— Gagandeep Singh (@Gagan4344) November 8, 2023

ভিডিওতে দেখা যায়, চৌকিদারের পোশাক ও টুপি পরা মুখ্যমন্ত্রী মেলায় ভিড়ের মধ্যে অবাধে ঘুরে বেড়াচ্ছেন। এসময় নিজের পরিচয় লুকাতে সাদা রঙের কাপড়ে মুখ ঢেকে রেখেছেন তিনি।

আরও পড়ুন>> ২৬ মামলা জিতেছেন যে ভুয়া আইনজীবী

এই কাজে সফলও হয়েছেন মুখ্যমন্ত্রী। কারণ, কেউই তাকে চিনতে পারেননি। মেলায় শত শত মানুষের মধ্যে কখনো চিপসের প্যাকেট হাতে হাঁটতে, কখনো দাঁড়িয়ে থাকতে, কখনো ফোনে কথা বলতে দেখা গেছে তাকে।

মুখ্যমন্ত্রীর মিডিয়া সচিব পরে নিশ্চিত করেছেন, মেলায় চৌকিদারের ছদ্মবেশে ঘুরে বেড়ানো লোকটি মনোহর লাল খাট্টারই ছিলেন।

সূত্র: এনডিটিভিকেএএ/