দেশজুড়ে

অটোরিকশা-ট্রলি সংঘর্ষে বাবা-ছেলে নিহত, হাসপাতালে মা

মুন্সিগঞ্জ সদরে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

সোমবার (১৩ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের টরকি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দাদন সরকার (৩২) ও তার ছেলে হোনাইন সরকার। তাদের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার চর আব্দুল্লাহ এলাকায়। এ ঘটনায় আহত হয়েছেন দাদন সরকারের স্ত্রী কুলসুমসহ (৩০) আরও তিনজন। এদের মধ্যে কুলসুমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।

আরও পড়ুন: দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, হেলপার নিহত

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বাংলাবাজার থেকে মুন্সিগঞ্জ অভিমুখে আসছিল অটোরিকশাটি। ১১টার কিছুক্ষণ পরে টরকি এলাকায় পৌঁছলে ওই অটোরিকশা ও ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশায় থাকা সবাই আহত হন। আহতদের মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক বাবা ও ছেলেকে মৃত ঘোষণা করেন।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ডা. কামাল প্রধান বলেন, তাদের হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে৷ আহত হয়েছে মাসহ আরও তিনজন। দুর্ঘটনায় কবলিত অটোরিকশা ও ট্রলি হেফাজতে নেওয়া হয়েছে।

আরাফাত রায়হান সাকিব/জেএস/এএসএম