বিএনপির ডাকা অবরোধ কর্মসূচির প্রতিবাদে বুধবার (১৫ নভেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ২৪ টি থানা ও ৭৫ টি ওয়ার্ডের সব নেতাকর্মীদের সর্তক থাকার নির্দেশ দিয়েছেন সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।
মঙ্গলবার (১৪ নভেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ।
রিয়াজ উদ্দিন রিয়াজ বলেন, আমরা সর্বোচ্চ সর্তক অবস্থানে থাকবো। বিএনপি যে অবৈধ অবরোধ দিয়েছেন কোনোভাবে যেন গাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগ করতে না পারে সেজন্য সব থানা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং দলীয় কাউন্সিলরদের নিদর্শনা দেওয়া আছে। আর বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেন্দ্রীয় কার্যালয় ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে অবস্থান নেবে দক্ষিণ আওয়ামী লীগের নেতারা।
বুধবার সন্ধ্যায় পার্টি অফিসের সামনে থেকে পল্টন, মুক্তাঙ্গন, জিরো পয়েন্ট এলাকায় মিছিল করা হবে বলেও জানান তিনি।
এসইউজে/এমএএইচ/