ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দ্বিতীয় ধাপে জামালপুর সদর ও মেলান্দহ উপজেলার ২৫টি ইউপিতে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৫টা পর্যন্ত। এদিকে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের মামা-ভাগ্নে সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সাময়িক ভোটগ্রহণ বন্ধ রয়েছে।জানা গেছে, ভোটগ্রহণ শুরুর আগেই মেলান্দহ উপজেলার ওই কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের সহযোগিতায় জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ ৩ রাউন্ড গুলি ছোড়ে। এর ফলে ওই কেন্দ্রে সাময়িক ভোটগ্রহণ বন্ধ রয়েছে। সদর উপজেলার ১৫টি ইউনিয়নে ১৪৭টি ভোট কেন্দ্রে ভোটার ৩ লাখ ৫৩ হাজার ৫৪৬ জন, যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭২ হাজার ৮৪০ জন আর মহিলা ভোটার ১ লাখ ৮০ হাজার ৭০৬ জন। এছাড়া মেলান্দহ উপজেলার ১০টি ইউনিয়নে ৯৩টি ভোট কেন্দ্রে ভোটার ১ লাখ ৯১ হাজার ৮৭৫ জন, যার মধ্যে পুরুষ ভোটার ৯৬ হাজার ৭৬৫ জন আর মহিলা ভোটার ৯৫ হাজার ১১০ জন। ২য় ধাপের নির্বাচনে জামালপুর সদর উপজেলার ১৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭৩ জন, সদস্য পদে ৫০২ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ১৪৫ প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে মেলান্দহ উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৬ জন, সদস্য পদে ৩৮০ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ৯৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া হাইকোর্টের নির্দেশে দুরমুট ইউনিয়নের নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। এছাড়াও নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দুই উপজেলায় ৮টি ভ্রাম্যমাণ আদালতসহ ২২০ জন বিজিবি, ৩০ জন র্যাব, ১৪০০ জন পুলিশ ও ৪ হাজার ২৩৩ জন আনসার সদস্য নিয়োজিত রয়েছে। শুভ্র মেহেদী/জেএইচ/এমএস