দেশজুড়ে

‘সব সাংবাদিক আওয়ামী লীগ’ বলেই মোটরসাইকেলে আগুন দেওয়ার চেষ্টা

জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা হরতাল-অবরোধ চলাকালে মশিউর রহমান (৩২) নামের এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটছে। এসময় ওই সাংবাদিকের মোটরসাইকেলে আগুন দেওয়ার চেষ্টাও করা হয়। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

রোববার (১৯ নভেম্বর) উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বগাড়পাড় এলাকায় এ ঘটনা ঘটে। মশিউর রহমান চ্যানেল এস ও দৈনিক বাংলাদেশের খবরের উপজেলা প্রতিনিধি।

সাংবাদিক মশিউর রহমান জানান, শনিবার (১৮ নভেম্বর) রাতে ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দি অভিমুখী আন্তঃনগর যমুনা এক্সপ্রেসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ বিষয়ে সংবাদ সংগ্রহণের কাজে তিনি সকালে তারাকান্দি থেকে সরিষাবাড়ী যাচ্ছিলেন। এসময় বগারপাড় এলাকায় পৌঁছালে হরতাল সমর্থকরা তার মোটরসাইকেল গতিরোধ করে হামলার চালান। এসময় সাংবাদিক পরিচয় দিলে তারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা বলেন, ‘সব সাংবাদিক আওয়ামী লীগ’। এসময় কিছু সমর্থক মোটরসাইকেল ভাঙচুর করেন। একপর্যায়ে আগুন দেওয়ার চেষ্টা করলে তিনি দ্রুত স্থান ত্যাগ করেন।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, এ ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নাসিম উদ্দিন/এসআর/জেআইএম