জামিনে মুক্তির পর জেলগেট থেকে রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানকে (৩৬) আটকের অভিযোগ উঠেছে।
রোববার (১৯ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে রাজবাড়ী জেলা কারাগারের সামনে থেকে তাকে গাড়িতে তুলে নিয়ে যায় পুলিশ।
এদিকে, রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসলাম মিয়া ছাত্রদলের আহ্বায়ক রোমানকে আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
তিনি ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে বলেন, অবৈধ ভোট চোর সরকার তাদের পুলিশ বাহিনী দিয়ে রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানকে জামিনে মুক্তির পর কারা ফটক থেকে ফের আটক করেছে। অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখারুল আলম প্রধান জানান, এ বিষয়ে পরে জানানো হবে।
এর আগে ১৪ নভেম্বর দুপুরে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের রঘুনাথপুর এলাকা থেকে রোমানকে আটক করে র্যাব।
আরও পড়ুন: রাজবাড়ী ছাত্রদলের আহ্বায়ক গ্রেফতার পরে তাকে নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে সদর থানায় হস্তান্তর করে।
রুবেলুর রহমান/এনআইবি/জেআইএম